Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

 উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয, সোনারগাঁ, নারায়নগঞ্জ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের আওতাধীন প্রানিসম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের একটি সরকারী সেবা মূলক প্রতিষ্ঠান। ঢাকা চট্রগ্রাম মহাসড়কের  মোগরা পাড়া চৌরাস্তা হইতে ২ কিলোমিটার পূর্বে  ।বাংলাদেশের লোক ও কারুশিল্প যাদুঘরের দক্ষিন- পশ্চিমে উপজেলা পরিষদ কেন্দ্রীয় ঈদগাহ্ ও জামে মসজিদের পশ্চিমে ৩৩শতক নিজস্ব জায়গায়্একটি ১ তলা অফিসভবন ওএকটি একতলা ডরমেটরী ভবন রহিয়াছে ষাটের দশকে টি ভি ডি ভবনের মাধ্যমে গবাদী পশু ও হাসঁমুরগীর চিকিৎসা সেবা প্রদান করা হত পরর্বতীতে আশির দশকের টি ভি ডি ভবনের পার্শ্বে কৃত্রিম প্রজনন ভবন এর মাধ্যমে গবাদী পশুর কৃএিম প্রজনন কার্য্ক্রম শুরু হয়  । ইউ,এল, ডিসি প্রকল্পের  আওতায় ২০০৩ সালের বর্তমান অফিস ভবন ও ডরমেটরী নির্মান হলে নতুন ভবনের কার্যক্রম পরিচালনা করা হয় । ঐতিহ্যবাহী গ্রান্ড ট্রাংকরোডের উদ্ববগঞ্জ বটতলার সন্নিকেটে মেঘনানদীর অববাহিকায় অবস্থিত কর্মচঞ্চল এ অফিসটির অনতি দূরেই রয়েছে মোগল আমলের পূর্ব বাংলার রাজধানী পানাম নগর । দপ্তরটি প্রতিষ্ঠার পর হতে অদ্যাবধি অএ উপজেলার প্রানিসম্পদের  উন্নয়নের লক্ষ্যে  নিরলস ভাবে সুনামের  সাথে কাজ করে যাচ্ছে।